উপজেলা প্রকেৌশলীর কার্যালয়, মনোহরদী ,নরসিংদী।
১ ) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত মনোহরদী উপজেলার বিভিন্ন সড়ক, ব্রীজ ও কালর্ভাট সমূহ নির্মান,পুন: নির্মানের জন্য ইনভেনটরীতে তালিকা ভুক্ত করন।
২) তালিকা মোতাবেক সড়ক, ব্রীজ ও কালর্ভাট সমূহ নির্মান পুন: নির্মান ও মেরামতের জন্য ড্রইং ও প্রাক্কলন প্রস্ত্তত করন।
৩) প্রস্ত্ততকৃত প্রাক্কলন অনুমোদন এবং বরাদ্দ প্রাপ্তির পর বাস্তবায়ন করন।
৪) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পলাশ উপজেলার অন্যান্য দপ্তর সমূহের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য কারিগরি সহায়তা প্রদান ।
৫) প্রতিটি ইউনিয়নে গ্রহীত স্কীম সমূহ বাস্তবায়ন পর্যায় কারিগরি সহায়তা প্রদান ।
৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারী ,রেজি: বেসরকারী ও কমিউনিটি প্রাথমিক ভবন বিদ্যালয় নির্মান ,পুন:নির্মান ও মেরামত কাজ বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা প্রদান ।
৭) আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাদেু:স্থ মহিলা শ্রমিক দ্বারা গ্রামীন সড়ক নিয়মিত
রক্ষনাবেক্ষন করা ।
১। অগ্রাধিকার ভিত্তিতে জনগুরুত্বপূর্ন পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প।
২। অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীন সড়ক ও হাট বাজার উন্নয়ন প্রকল্প।
৩। পল্লী সড়ক সমূহের রক্ষনাবেক্ষন কর্মসূচী জে,ডি,সি প্রকল্প ।
৪। পল্লী উন্নয়ন প্রকল্প-২৬ ।
৫। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প:বৃহত্তর ঢাকা,টাংগাইল ও কিশোরগঞ্জ জেলা শীর্ষক প্রকল্প ।
৬। দ্বিতীয় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (RIIP-II)।
৭। ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্প ।
৮। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (৩য় পর্যায়)।
৯। সরকারী প্রাথমিক বিদ্যালয় পুন: নির্মান ও সংস্কার প্রকল্প (৩য় পর্যায়)।
১০। রেজিষ্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মান ।
১১। বার্ষিক উন্নয়ন কর্মসূচী (উপজেলা থোক বরাদ্দ) ।
উপজেলা প্রকেৌশলী , মনোহরদী , নরসিংদী ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস