মনোহরদী উপজেলা পরিসংখ্যান অফিস
মনোহরদী, নরসিংদী।
মোবাইলঃ ০১৮৩৯৬০০৮২২
ক্র.নং | সেবার নাম | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানের পদ্ধতি | সেবা প্রদানের স্থান |
১ | বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এগ্রিতালচার উইং ৬টি প্রধান ফসলের কর্তন যেমন: আউশ,আমন,বোরু,গম,পাট,আলু ও উৎপাদন তথ্য মাঠ পর্যায় হতে সংগ্রহ করা হয় । | চলমান প্রক্রীয়া | মাঠ পর্যায় হতে তথ্য সংগ্রহ করে আঞ্চলিক পরিসংখ্যান অফিসে প্রেরণ করা হয়। | উপজেলা পরিসংখ্যান অফিস, কটিয়াদী |
২ | সেচ পরিসংখ্যান, গবাদি পশু ও হাস-মুরগির হিসাব প্রাক্কলন, বন পরিসংখ্যান, মাছ উৎপাদনের পরিমান, মাসিক কৃষি মজুরী পরিসংখ্যান, প্রধান ফসলের মূল্য ও উৎপাদ খরচ প্রভূতি ও পরিসংখ্যান সংগ্রহ ও প্রকাশ করে থাকে । | চলমান প্রক্রীয়া | মাঠ পর্যায় হতে তথ্য সংগ্রহ করে আঞ্চলিক পরিসংখ্যান অফিসে প্রেরণ করা হয়। | উপজেলা পরিসংখ্যান অফিস, কটিয়াদী |
৩ | ১৮টি দাগ গোচ্ছের তথ্য বছরে চারবার প্রদান করা হয় । | চলমান প্রক্রীয়া | মাঠ পর্যায় হতে তথ্য সংগ্রহ করে আঞ্চলিক পরিসংখ্যান অফিসে প্রেরণ করা হয়। | উপজেলা পরিসংখ্যান অফিস, কটিয়াদী |
৪ | আদম শুমারী, কৃষি শুমারী, অর্থনৈতিক শুমারী ১০ বছর পর পর করা হয়। | চলমান প্রক্রীয়া | মাঠ পর্যায় হতে তথ্য সংগ্রহ করে আঞ্চলিক পরিসংখ্যান অফিসে প্রেরণ করা হয়। | উপজেলা পরিসংখ্যান অফিস, কটিয়াদী |
৫ | মনিটরিং দি সিচুয়েশন অফ ভাইটালষ্ট্যাটিসটিকস অফ বাংলাদেশ প্রকল্প। | ১০ বছর চলবে। | খানার তালিকা তফসিল-১, হাউজহেল্ডি কার্ড তফসিল-২, জন্ম তফসিল-৩, মৃত্যু তফসিল-৪, বিবাহ তফসিল-৫, তালাক/পৃথক বসবাস তফসিল-৬, বহি গমন তফসিল-৭, আগমন তফসিল-৮, জন্ম নিয়ন্ত্রন তফসিল-৯, প্রতিবন্ধি তফসিল-১০, এইচ.আই.ভি তফসিল-১১ | উপজেলা পরিসংখ্যান অফিস, কটিয়াদী |
৬ | ইউনিয়ন পরিষদ ও পৌরসভার বাজেট সংগ্রহ করা হয়। | চলমান প্রক্রীয়া | ইউনিয়ন পরিষদ ও পৌরসভা হতে সংগ্রহ করে আঞ্চলিক পরিসংখ্যান অফিসে প্রেরণ করা হয়। | পরিসংখ্যান অফিস, কটিয়াদী |
৭ | বিভিন্ন দপ্তরের তথ্য সংগ্রহ করা হয়। | চলমান প্রক্রীয়া | দপ্তর হতে তথ্য সংগ্রাহ করে আঞ্চলিক পরিসংখ্যান অফিসে প্রেরণ করা হয়। | পরিসংখ্যান অফিস, কটিয়াদী |
১। যেসকল ভাইটাল রেজিষ্ট্রেশন পদ্ধতি শক্তিশালীকরন প্রকল্প।
২। অর্থনৈতিক শুমারী ২০১৩।
মনোহরদী উপজেলা পরিসংখ্যান অফিস
মনোহরদী কোর্ট বিল্ডিং
মনোহরদী, নরসিংদী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস