Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংষ্কৃতি

ভাষা ও সংস্কৃতিঃ-

ওয়ারী বটেশ্বর সভ্যতার পরে অযোদ্ধার রামচন্দ্রের কিছু অনুসারী মানব সহ রায়পুর এলাকায় বসতি স্থাপন করে। তারপর চন্ডীপাড়ায় চন্ডীরাজা বসতি স্থাপন করেন।

জনশ্রুতি রয়েছে কৃষ্ণের অনুসারী গন কৃষ্ণপুরে বসতি স্থাপন করেন।

ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানের আর্যকর্তৃক বিতারিত অনার্যদের আশ্রয় স্থল হয় মনোহরদী।

এখানকার সংস্কৃতি গড়ে উঠে রাম, শ্রীকৃষ্ণ ও বৈদিক সংস্কৃতি এক কথায় ধর্মভিত্তি ।

চন্ডী রাজা  শাহইরান কর্তৃক পরাজিত হলে এখানে মুসলিম ধর্মের উম্মেষ ঘটে। পরবর্তীতে জৈন পুরের মাওলানা কেরামত আলী ও হাজী শরীয়ত উল্লাহর মাধ্যমে মুসলিম পূর্নজাগরের সংস্কৃতির চালু হয়।