রামপুর বাজারের পাশে
মনোহরদী উপজেলা হতে সিএনজি যোগে ১৪ কি.মি উত্তরে।
0
মনোহরদী উপজেলার খিদিরিপুর ইউনিয়নের রামপুর গ্রামে বিভিন্ন প্রজাতির দুই সহস্রাধিক বানরের বসবাস।
এখানের বানরগুলো দলে দলে গাছে গাছে জঙ্গলে ও ফসলের মাঠে চষে বেড়ায়। এরা খাবারের অভাবে কৃষকের পানেরবরজ, বিভিন্ন ফল-ফলাদি খেয়ে সাবাড় করে দেয়।
দূর দূরান্তে হতে এখানে প্রতিদিন অনেক পর্যটক আসে। পর্যটকরা বানরদেরকে খাবার দিয়ে থাকেন। বর্তমানে বানগুলো অসহায় অবস্থায় খাবারের অভাবে জীর্ণশীর্ন হয়ে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস